{ads}

একটি সেতু (ব্রিজ) ও একটি বহুতল ভবন বানানোর জন্য কাকে প্রয়োজন—সিভিল ইঞ্জিনিয়ার নাকি আর্কিটেক্ট?Civil engineer or architect?

সিভিল ইঞ্জিনিয়ার নাকি আর্কিটেক্ট

সেতু কিংবা বহুতল ভবন, উভয় বানাতেই সিভিল ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট দুজনেরই প্রয়োজন হয় | আর্কিটেক্টরা মূলত কাঠামোর সৌন্দর্যের দিকে ভাবেন এবং সিভিল ইঞ্জিনীররা কাঠামো মজবুত এবং টেকসই করার দিকে ভাবেন | উভয়ই একে ওপরের পরিপূরক কারণ কাঠামো মজবুত এবং টেকসই হবার সাথে সাথে দেখতেও সুন্দর হওয়া প্রয়োজন | কারণ আমরা জানি বিশ্বের সমস্ত শহরকেই ছবিতে প্রতিনিধিত্ব করে সেই শহরের কোনো বিখ্যাত কাঠামো | যেমন কলকাতার ছবি যেখানেই দেখবেন হাওড়া ব্রিজ অথবা ভিক্টোরিয়া মেমোরিয়াল কে দেখতে পাবেন | এগুলি যেমন কুৎসিত হলেও চলবেনা আবার দুর্বল হলেও চলবেনা | তাই আমরা বলতেই পারি নির্মাণ কার্জে সিভিল ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট উভয়ই গুরুত্বপূর্ণ |

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.