পানির ট্যাংকের আকার কেমন হবে?
প্রথমেই প্রশ্ন এসে দাঁড়ায় ট্যাংকের আকার নির্ধারণ নিয়ে। ট্যাংকের আকার সম্পূর্ণভাবে নির্ভর করে ব্যবহারের প্রকৃতি এবং ব্যবহারকারীর সংখ্যার উপর। একজন ব্যক্তির জন্য ব্যবহারযোগ্য পানি প্রতিদিন ১৫০ লিটার এবং পানযোগ্য পানি ৪ লিটার বিবেচনা করে মোট প্রয়োজনীয় পানির পরিমাণ বের করা হয়। যেমন- ৫ সদস্যের পরিবারের জন্য প্রয়োজনীয় পানির পরিমাণ, (১৫০+৪) x ৫ = ৭৭০ লিটার, অর্থাৎ পানির আয়তন হলো ০.৭৭ কিউবিক মিটার। এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যায়, ১.২ মিটার দৈর্ঘ্যের, ০.২ মিটার প্রস্থের ও ০.৭৭ মিটার উচ্চতার ট্যাংক নির্মাণ করা যেতে পারে। উপরে ফাঁকা অংশের পরিমাণ হবে ০.১ মিটার। এভাবে সকল সদস্যের পানির প্রয়োজনীয়তার হিসাব করে ট্যাংকের আকার নির্ধারণ করা হয়।
If you have any doubt , let me know.