টাইলস লাগানোর পূর্বে যে বিষয়গুলো দেখতে হয়
১। ইলেকট্রিক্যাল পাইপ বা পয়েন্টগুলো ঠিকভাবে বসানো হয়েছে কিনা।
২। MK Steel Box ঠিকভাবে লাগানো হয়েছে কিনা।
৩। পানির লাইনগুলো যথাযথভাবে বসানো হয়েছে কিনা।
৪। টাইলস বসানোর আগে অবশ্যই পানির লাইনের প্রেশার চেক করে নেয়া উচিত।
৫। যেখানে টাইলস লাগাবেন, সেই জায়গা আগে থেকে পরিষ্কার করে নিতে হবে।
৬। ইটের গাঁথুনির ময়লা পরিষ্কার করতে হবে এবং জয়েন্টগুলো পরিষ্কার করতে হবে।
৭। পানি দিয়ে দেয়াল ভেজাতে হবে।
৮। টাইলস ফিটিং করার ২ ঘন্টা পূর্বে তা হাফ ড্রাম পানিতে ভিজাতে হবে এবং বসানোর আধা ঘন্টা আগে পানি থেকে উঠিয়ে রাখতে হবে।
If you have any doubt , let me know.