{ads}

১৫০০ cft R.C.C ছাদ কাস্টিং করতে মালামালের পরিমান

এটা ভিজা মসলার আয়তন...
আমরা তো ভিজা মসলার আয়তন বের করবো না...আমরা শুষ্ক মসলার পরিমাণ হিসাব করবো..
আমরা জানি,
শুষ্ক মসলার আয়তন মসলার ভিজা আয়তনের থেকে 1.50 গুণ বেশী হয়..!!
.
সুতরাং শুষ্ক আয়তন , 1500×1.50= 2250 cft
.
এবার অনুপাতের যোগফল,(1+2+4)=7
.
সিমেন্ট লাগবে :
(2250×1)÷7=321.42 ×0.8= 257.14 =258ব্যাগ.
এখানে 0.80 গুণ করার কারণ হলো,
1 cft সিমেন্টের একক ওজন= 0.80 ব্যাগ.
.
বালি লাগবে :
(2250×2)÷7= 642.85 cft
.
খোয়া লাগবে:
(2250×4)÷7=1285.71 cft

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. পোস্ট টি গুরুত্তপুর্ন। সিভিল এবং আর্কিটেকচার দের জন্য www.11inchesengineering.com
    সাইট টিও হেল্পফুল।

    ধন্যাবাদ এডমিনকে।

    উত্তরমুছুন
  2. হিসাব টি ভুল। এখানে ছাদের পুরুত্বের উপড় হিসেব করা হয়নি।

    উত্তরমুছুন
  3. এখানে ১৫০০ সিএফটি বলা হয়েছে, সুতরাং ছাদের পুরুত আলাদা ভাবে বলার প্রয়োজন নেই। ধন্যবাদ

    উত্তরমুছুন

If you have any doubt , let me know.