এটা ভিজা মসলার আয়তন...
আমরা তো ভিজা মসলার আয়তন বের করবো না...আমরা শুষ্ক মসলার পরিমাণ হিসাব করবো..
আমরা জানি,
শুষ্ক মসলার আয়তন মসলার ভিজা আয়তনের থেকে 1.50 গুণ বেশী হয়..!!
.
সুতরাং শুষ্ক আয়তন , 1500×1.50= 2250 cft
.
এবার অনুপাতের যোগফল,(1+2+4)=7
.
সিমেন্ট লাগবে :
(2250×1)÷7=321.42 ×0.8= 257.14 =258ব্যাগ.
এখানে 0.80 গুণ করার কারণ হলো,
1 cft সিমেন্টের একক ওজন= 0.80 ব্যাগ.
.
বালি লাগবে :
(2250×2)÷7= 642.85 cft
.
খোয়া লাগবে:
(2250×4)÷7=1285.71 cft
পোস্ট টি গুরুত্তপুর্ন। সিভিল এবং আর্কিটেকচার দের জন্য www.11inchesengineering.com
উত্তরমুছুনসাইট টিও হেল্পফুল।
ধন্যাবাদ এডমিনকে।
হিসাব টি ভুল। এখানে ছাদের পুরুত্বের উপড় হিসেব করা হয়নি।
উত্তরমুছুনএখানে ১৫০০ সিএফটি বলা হয়েছে, সুতরাং ছাদের পুরুত আলাদা ভাবে বলার প্রয়োজন নেই। ধন্যবাদ
উত্তরমুছুনIf you have any doubt , let me know.