{ads}

ম্যাট ও ফুটিং

• কংক্রিট এর প্রান্তে দিনের শেষে স্টপার দিতে হবে
• কাজ শুরুর পুর্বে কংক্রিট জয়েন্টের দুর্বল কংক্রিট বা সিমেন্ট সরিয়ে ফেলতে হবে
• কংক্রিট ফিনিশিং এর সময় উপর, নিচ এবং পার্শের কভার ঠিকমত রাখতে হবে.
• গুনা তার এর কোনও অংশ যেন কভার এর মধ্যে না থাকে।
• এক থেকে দেড় ঘন্টা পরে কলামের গোড়া থেকে লেটেন্স সরিয়ে ফেলতে হবে। ঢালাই এর সময় কলামের ভেতরে ভাইব্রেটর মারতে হবে।
• ম্যাটের উপরের জালির সাথে কলামের রিং শক্ত করে বাধতে হবে।
• সম্ভব হলে ফুটিং এর সাথেই কলাম স্টার্টার (অল্প অংশ) ঢালাই করা উচিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.