{ads}

৭টি নিয়ম মেনে ছোট্ট ঘরটিকেই বড় করে তুলুন !

বড় একটা বাসায় হাত-পা ছড়িয়ে থাকার সৌভাগ্য সবার হয় না। ছোট ঘরে থাকতে গিয়ে মনটাই খারাপ হয়ে যায়, প্রাণ হাঁসফাঁস করে ওঠে। না, এই দমবন্ধ করা অনুভূতি আর নয়। জেনে নিন ৭টি নিয়ম, যা সবসময় মেনে চললে আপনার ছোট্ট ঘরটাকেও মনে হবে অনেক বড় আর খোলামেলা।

১) দেয়ালকে কাজে লাগান

এমন সব বুক শেলফ ব্যবহার করুন যেগুলো পাশে বড় না হলেও লম্বায় অনেক উঁচু। সহজেই এতে অনেকটা জায়গা বেচে যাবে। এ ছাড়াও ঘরের দেয়ালে শেলফ, তাক বসিয়ে তাতে বিভিন্ন জিনিস রাখতে পারেন সহজেই। এতে যেমন জায়গা কম লাগবে তেমনি দেখতেও সুন্দর লাগবে।

২) একাধিক কাজে ব্যবহারের আসবাব

একের বেশি কাজে ব্যবহার করা যায় এমন আসবাবপত্র কিনুন।

৩) আধুনিক প্রযুক্তি ব্যবহার করুন

বিশাল বড়, ওজনদার টিভি, সাথে এক গোছা তার- এগুলো যদি লিভিং রুমে থাকে তবে নিঃসন্দেহে ঘরটাকে ছোট লাগবে। আপনার টিভি, ঘড়ি, স্টিরিও, ডিভিডি প্লেয়ার সবকিছুর জায়গা নিতে পারে একটি ল্যাপটপ। যদিও সবার জীবন এক রকম না, তবুও চেষ্টা করুন যেন গ্যাজেটের সংখ্যা কমানো যায়।

৪) একটি রঙের প্রাধান্য দিন

বড় ঘরে বিভিন্ন রঙের ছড়াছড়ি দেখতে ভালো লাগে। কিন্তু ছোট ঘরে তা চোখকে ক্লান্ত করে তোলে, ঘর দেখা যায় ছোট। এ কারনে সম্ভব হলে একটি রঙের বিভিন্ন শেড দিয়ে ঘর সাজান। এই রংটি যেন বেশ হালকা এবং মিষ্টি হয় তার ব্যাপারে লক্ষ্য রাখুন।

৫) কোনো জায়গা ফেলে রাখবেন না

বিছানার নিচে হোক, বাথরুম এবং বেডরুমের মাঝে এক চিলতে জায়গা হোক, তাকে ফেলে রাখবেন না। সেখানে রেখে দিন ছোট্ট একটি র‍্যাক বা শেলফ। কতোটা যে কাজে আসবে আপনি ঘুণাক্ষরেও টের পাবেন না।

৬) কোনোভাবে এলোমেলো রাখবেন না ঘর

বড় ঘর একটু আধটু এলোমেলো থাকলেও তেমন খারাপ লাগে না। কিন্তু কোনভাবেই ছোট ঘর এলোমেলো রাখবেন না। ভীষণ ঝামেলা হবে ঘর সাজাতে।

৭) নিয়মিত পরিষ্কার করুন

ঘর নোংরা রাখবেন না কোনোভাবেই। প্রতিদিন অল্প সময় হলেও ঘর পরিষ্কার রাখতে চেষ্টা করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.