{ads}

তাপবিদ্যুৎ কেন্দ্রে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয়: How electricity is produced in thermal power plants

তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন (How electricity is produced in thermal power plants)

থারমাল পাওয়ার প্ল্যান্ট বা তাপবিদ্যুত কেন্দ্র একটি জরুরী জরিপ সংযোজিত বিদ্যুৎ কেন্দ্র যেখানে কয়লা, জল, বা অন্যান্য জলযোগ্য প্রকৃতি উপাদান ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাপবিদ্যুত কেন্দ্রের প্রধান উদ্দেশ্য হলো পানি বা অন্যান্য জলযোগ্য উপাদান থেকে উপাদিত ভাষ্য বা বাষ্পকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা।


তাপ বিদ্যুৎ কেন্দ্র thermal power plants

যখন কয়লা ফুল ইয়ারে স্টক করে রাখা হয় তখন একটা কয়লা একেক ধরনের আকারের হয় । কোনটা বড় কোনটা ছোট এইজন্যই কয়লা গুলোকে ক্রাশ মেশিনের মধ্যে পাঠিয়ে ছোট ছোট করে ভেঙে দেওয়া হয় । তারপরও ছোট ছোট কয়লা গুলোকে পাউডারের পরিণত করার জন্য বলমিল বলে একটা মিলের মধ্যে পাঠানো হয় ।

এখানে ওই কয়লা গুলো একেবারে পাউডারের মত হয়ে যায় এগুলো এখানে একেবারে সুক্ষ সুক্ষ কনা তে পরিণত হয় মানে যেরকম পাউডার আমরা মুখে মাখি একেবারে ওরকম ধুলোর মতো । এটা করা হয় যাতে কয়লা গুলো সম্পূর্ণভাবে জ্বলে যেতে পারে এবং কাঠের ছাই কম উৎপন্ন হয়।

এটা তুমি নিজেও বুঝতে পারবে যখন তুমি কোন বড় কাঠের গুড়ি কে জ্বালাবে তখন দেখবে যে অনেক বেশি ছাই উৎপন্ন হয় ,কিন্তু ওই কাঠ টা কেই যদি গুঁড়ো করে পিষে ফেলে জালানো হয় তাহলে দেখবে ছাই কম উৎপন্ন হবে আর এটা করলে কয়লা গুলো একেবারে ভালোভাবে জ্বলে যায় এবং কয়লার নষ্ট কম হয় এরপর ওই কয়লার ডাস্ট টা চলে যায় বয়লার মেশিন এখানে সবসময় আগুন জ্বলছে আগুন.।

ক্রমাগত জ্বালিয়ে রাখার জন্যই এই কয়লা টাকে ব্যবহার করা হয় এর মধ্যে উপরে সরু সরু পাইপের মধ্যে জল থাকে। বয়লারের প্রধান এবং একমাত্র কাজ হলো জলটাকে গরম করে বাষ্পে পরিণত করা এর মধ্যে যখন কয়লা পুড়ে তখন দু’ধরনের ছাই উৎপন্ন হয়। একটা ছাই ভাড়ি হয় যে টাওয়ারের নিচে জমা হয় এবং আরেকটা ছাই হালকা হয় যেটাকে আমরা ফ্লাই অ্যাশ বলি সেটা বয়লার থেকে সরু সরু লম্বা চিমনির মাধ্যমে বাইরে বেরিয়ে যায় ।

যে ভারি হয় মানে বটম-অ্যাশ সেটাকে সিমেন্ট কোম্পানিতে পাঠানো হয় কারণ সিমেন্ট তৈরি করতে এই ছাই টা কাজে লাগে । কিন্তু যে ছাই টি বাইরে বেরিয়ে যায় ওর মধ্যে তো প্রচুর পরিমাণে কয়লা থাকে আর সেটা যদি পরিবেশে বেরিয়ে যায় তাহলে ভাবুন যে ওই এলাকার কি অবস্থা হবে । এই জন্য যে লম্বা লম্বা চিমনি গুলো থেকে ফ্লাইং একটা বের হয় সেখানে ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিতাতর বসানো থাকে যেটা ছাই গুলোকে পরিবেশে মানে বায়ুমন্ডলে বেরিয়ে যাওয়া থেকে আটকায় তাহলে এতদুর আমরা বুঝলাম যে জলটা কিভাবে গরম হচ্ছে ।

ভেবে দেখেছেন যে স্টিম কে যদি প্রেসার এর মধ্যে রাখা যায় তাহলে সেটা কত ফোর্স ক্রিয়েট করতে পারে । বাড়িতে আপনার ওইটুকু একটা প্রেসার কুকার তার মধ্যে যখন প্রেসার তৈরি হয় তখন সেটা প্রেসার কুকারে সিটিকে একদম উপরে তুলে দেয় ।এবার ভাবুন হিউজ পরিমান এ যদি কোন বাষ্প কে প্রেসার এর মধ্যে রাখা যায় তাহলে তার মধ্যে কতটা পরিমাণে শক্তি তৈরি হয়ে যায় । আর এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করি ।

অন্য একটা জায়গায় একটা বিশাল বড় টারবাইন লাগানো থাকে আর যার সাথে জোড়া থাকে একটা মটর । একটা জিনিস হয়তো জানতে পারো যদি মোটরে বিদ্যুৎ প্রয়োগ করা হয় ,তাহলে কোন মোটর ঘোরে । কিন্তু এই মোটরটি কে যদি উল্টা ঘোরানো যায় তাহলে বিদ্যুৎ তৈরি হয়। ঠিক যেরকম ভাবে জেনারেটর কাজ করে ।

এখন ব্রয়লারে যে বাষ্প তৈরি করা হয়েছিল সেটা ওই টারবাইন এর মধ্যে খুব প্রেসারে প্রয়োগ করা হয় । এর ফলে টারবাইন টা খুব দ্রুতগতিতে ঘুরতে থাকে এবং ওই টারবাইনের সাথে একটা মোটর যুক্ত করা থাকে । মোটরটি প্রায় 3000 আরপিএম ঘুরতে থাকে এবং উৎপন্ন করে বিদ্যুৎ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.