স্টান্ডার্ড হুক, বেন্ড ডায়ামিটার সম্পর্কে বিস্তারিত BNBC অনুযায়ী
বাংলাদেশ জাতীয় বাণিজ্যিক দালান নির্মাণ বিধিমালা (বিএনবিসি) অনুযায়ী, স্ট্যান্ডার্ড হুক এবং বেন্ড ডায়ামিটারের বিবরণ নিম্নলিখিত সহায়তায় প্রদান করা হয়:
1. স্ট্যান্ডার্ড হুক (Standard Hook):
স্ট্যান্ডার্ড হুক অধিকাংশই ৯০ ডিগ্রি এক্স ৯০ ডিগ্রি কোণে বেন্ড করা হয়।
হুকের মোড় উল্লেখ্য: হুকের দৈর্ঘ্যের মাধ্যমে মানিয়ে নিতে হয়।
হুকের ডায়ামিটার ও কেন্দ্রত হুক থেকে তৈরি করার উপায় স্পেসিফিক হতে পারে।
2. বেন্ড ডায়ামিটার (Bend Diameter):
বেন্ড ডায়ামিটার হল হুকের অংশের ব্যাস।
এটি প্রযুক্তিগতভাবে প্রয়োজনীয় স্থানে হুকের মোড় বানানোর জন্য প্রয়োজন হয়।
এই প্রতিষ্ঠানগুলি বাণিজ্যিক ডালান নির্মাণের জন্য প্রযুক্তিগত সুরক্ষা এবং ভাল কাজের সংক্ষেপে নির্দেশিত হয়। এই তথ্য আপনার প্রয়োজনীয় অনুসন্ধানের জন্য সাহায্যকারী হতে পারে।
স্টান্ডার্ড হুক, বেন্ড ডায়ামিটার নিয়ে জানতে BNBC 2020, Part VI, Chapter 8 অথবা ACI-318-19 এর Chapter 25 এর শুরুতে গেলেই হবে ।
নিচে দেওয়া Table 25.3.1 টি ACI 318-19 থেকে নেওয়া হয়েছে । টেনশন বা মেইন বারের স্ট্রান্ডার্ড ডেভপলমেন্ট এর জন্য এই টেবিলটা ফলো করতে হবে ।
আবার Table 25.3.2 কিন্তু স্টিরাপ, টাই এসবের ক্ষেত্রে প্রযোজ্য । চলুন টেনশন বারের প্রথম টেবিল নিয়ে কিছু আলোচনা করা যাক ।
মূলত দুইটা বিষয় স্টান্ডার্ড হুক এর ক্ষেত্রে উল্লেখযোগ্য
১. মিনিমাম ইনসাইড বেন্ড ডায়া
২. সোজা এক্সটেনশন দৈর্ঘ্য
এখানে স্টান্ডার্ড যে বেন্ড এর কথা বলা আছে এটা মূলত বারের ভিতরের ডায়া দিয়ে মাপতে হবে কারন বেন্ড এর রেডিয়াস নেওয়া থেকে ভিতরের ডায়া নেওয়া সহজ ।
যত বড় বার তত বেশী বেন্ড ডায়া থাকতে হবে । যেমন ১০ মিলি বারের জন্য এটা 6db = 6*10 =60mm বা ৩ ইঞ্চি এর মতো । আবার 25 মিলি বারের জন্য এটা 8db = 8*25 = 200mm বা ৮ ইঞ্চি এর মতো ।
কিন্তু দেখেন 90 ডিগ্রি হুক এর ক্ষেত্রে সোজা এক্সটেনশন 12db , যেমন ১৬ মিলি বারের ক্ষেত্রে 12db=12*16 =192 বা ৮ ইঞ্চির মতো । তবে আমরা চাইলে এর থেকে বেশীও এক্সটেনশন লেন্থ ব্যবহার করতে পারি । এক্ষেত্রে অনেকে ভাবতে পারেন লেন্থ বাড়ালে তো বেশী anchorage capacity ও বেড়ে যাচ্ছে । এটা ভাবা যাবে না লেন্থ বাড়াতে পারেন সেক্ষেত্রে ওটা Anchorage Capacity বাড়াবে এটা ধরা যাবে না ।
ACI কোড অনুযায়ী হুক ও বেন্ডের পরিমাপ :-
১। অর্ধবৃত্তাকার বা ১৮০ ডিগ্রি হুক :- এ জাতীয় হুক
তৈরি করতে বাঁকের ব্যাসার্ধ বা রডের ব্যাসের ২.৫ বা ৪ গুন এবং ঐই বাঁকের শেষ প্রান্ত থেকে আরও কমপক্ষে
রডের ব্যাসের ৪ গুনের সমান দৈর্ঘের রডকে
সোজা রাখতে হয়।
২। সমকোণী বেন্ড বা ৯০ ডিগ্রি হুক :- এ জাতীয় হুক বা
বেন্ড তৈরি করার জন্য বাঁকের ব্যাসার্ধ কমপক্ষে
রডের ব্যাসের ২.৫ গুন থেকে ৪ গুন এবং বাঁকের শেষ
প্রান্ত থেকে আরও কমপক্ষে ব্যাবহৃত রডের ব্যাসের
১২ গুন সমান দৈর্ঘের রড সোজা রাখা হয়।
৩। স্টিরাপ এবং টাই এর হুক :- স্টিরাপ এবং টাই এর
বেন্ড কেবল ৯০ অথবা ১৩৫ ডিগ্রি কোণে ধরা হয়।
বাঁকের ব্যাসার্ধ রডের ব্যাসার্ধের ২.৫ থেকে ৪ গুন,
এবং মুক্ত প্রান্তে
১০ থেকে ২৫ মি.মি ব্যাসের রডের
ক্ষেত্রে রডের ব্যাসের ৬ গুন।
২৮ থেকে ৩৫ মিমি ব্যাসের রডের
ক্ষেত্রে রডের ব্যাসের ৮ গুন।
এবং ৪৪ থেকে ৫৬ মিমি ব্যাসের রডের
ক্ষেত্রে রডের ব্যাসের ১০গুন বর্ধিত রাখা হয়।
১.বারের আকার ১০ মিমি ১২ মিমি ১৬ মিমি নূন্যতম_ব্যাসার্ধ রডের ব্যাসের ২.৫ গুন।
২.বারের আকার ২০ মিমি ২২ মিমি ২৫ মিমি নূন্যতম_ব্যাসার্ধ রডের ব্যাসের ৩ গুন।
৩.বারের আকার ২৮ মিমি ৩২ মিমি ৩৫ মিমি নূন্যতম_ব্যাসার্ধ রডের ব্যাসের ৪ গুন
৪.বারের আকার ৪৪ মিমি ৫৬ মিমি নূন্যতম_ব্যাসার্ধ রডের ব্যাসের ৫ গুন।
If you have any doubt , let me know.