{ads}

ইটের দেয়ালে প্লাস্টার কাজের হিসাব Plaster Estimation on Brick wall

ইটের দেওয়ালে প্লাস্টার কাজের হিসাবঃ


চুন বা সিমেন্ট মর্টার দ্বারা দেয়ালের পৃষ্ঠ মেঝেতে সচরাচর 12 মি.মি পুরু আস্তর করা হয়।

প্লাস্টার কাজের একক বর্গমিটার।

প্লাস্টারকৃত ওয়ালকে নিরেট দেওয়াল হিসাবে ধরে (দৈর্ঘ্য X প্রস্থ বা দৈর্ঘ্য X উচ্চতা বা প্রস্থ X উচ্চতা) পরিমাপ নিয়ে বর্গমিটারে হিসাব করা হয়।

এরপর দেওয়ালের মধ্যের ফাঁকা অংশের পরিমাণ নির্ণয় করে প্রকৃত পরিমাণ বের করতে হয়।


দেওয়ালের ফাঁকা অংশের জন্য নিচের নিয়মানুযায়ী প্লাস্টারের পরিমাণ বাদ দেওয়া হয়ঃ


বীম,পোষ্ট এবং রাফটারের প্রান্তদেশের জন্য কোন মাপ বাদ দেওয়া হয় না।

ছোট ফাঁকা অংশ অনধিক ০.৫ বর্গমিটার পর্যন্ত বাদ হবে না, এক্ষেত্রে জ্যাম্ব,সফিট,সিল এর জন্য কোন মাপ যোগ হবে না।

০.৫ বর্গমিটার হতে বড় কিন্তু ৩ বর্গমিটার হতে ছোট ফাঁকা অংশের ক্ষেত্রে উভয় পৃষ্ঠে প্লাস্টার করা হলে এক পাশে মাপ বাদ যাবে এবং জ্যাম্ব,সফিট ও সীলের জন্য অপর পাশ ধরা হয়।

৩ বর্গমিটারের অধিক ওপেনিং এর পূর্ণ ফাঁকা অংশের পরিমাণ বাদ যাবে এক্ষেত্রে জ্যাম্ব,সফিট ও সীলের মাপ ধরতে হবে ও যোগ করতে হবে। যদি ভিতরের জ্যাম্ব, সফিট এবং সীল অপেক্ষা বাইরের জ্যাম্ব, সফিট এবং সীল খুব ছোট হয়,তবে বাইরের পাশ বাদ দিতে হবে এবং ভিতরের জন্য কোন বাদ যাবে না।


উদাহরণঃ ড্রইং রুমের ভিতরের দেওয়ালে প্লাস্টারের পরিমাণ নির্ণয়-

ড্রইং রুমের আকার = ৫ সেমি X ৩.৫০ সেমি
চার দেওয়ালের দৈর্ঘ্য =২(৫+৩.৫০)= ১৭ মিটার
দেওয়ালের উচ্চতা =৩ মিটার
প্লাস্টার কাজের পরিমাণ=১৭ X ৩ =৫১ বর্গমিটার
বাদের হিসাব:
দরজার মাপ =৯০ X ২১০ সেমি, এবং সংখ্যা = ২ টি
জানালার মাপ =১৫০ X ১২০ সেমি,
এবং সংখ্যা = ২ টি
ফাকা অংশের উভয় পাশ প্লাস্টার করা হলে এক পাশের মাপ বাদ দেওয়া হয় এবং জ্যাম্ব, সফিট, সীলের জন্য অপর পাশ ধরা হয়।
এক্ষেত্রে ফাঁকা অংশের মধ্যে স্থাপিত দরজা- জানালা, দেয়ালের মাঝ বরাবর স্থাপিত হয় বলে ভিতরের প্লাস্টারের কোন মাপ বাদ দেওয়া হয় না।
নিচে ফাঁকা অংশের পরিমাণ সম্পূর্ণ বাদ দিয়ে হিসাব
দেখানো হলো-
ফাঁকা অংশের পরিমাণ= (২ X ০.৯০ X ২.১০ + ২ X ১.৫০ X ১.২০) =৭.৩৮ বর্গমিটার
প্রকৃত প্লাস্টারের পরিমাণ = ৫১-৭.৩৮ = ৪৩.৬২ বর্গমিটার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.