72 Grade রড বলতে কি বুঝায়
72 Grade বলতে রডের নমনীয় বিন্দুর সর্বোচ্চ শক্তি 72 KSI কে বুঝায়। রডের গায়ে যে লেখা থাকে 400w বা 500wবা 550w এর মানে হচ্ছে mega pascal. 1 mega pascal = ১৪৫ পাউন্ড, এখানে আর একটি বিষয় উল্লেখ করা দরকার যে ১কেজি = ২.২০৬ পাউন্ড। ধরি ৪০০ মেগাপিক্সেল 145 পাউন্ড = 58000 পাউন্ড। psi হলো pounds per square inches, আমরা জানি 1 kilo = 1000 pounds, 58000 না ধরে আমরা 60000 ধরি বা কোম্পানি ধরে রডের শক্তি নির্ণয় করে। রডের গায়ে লেখা থাকে 60 G এর মানে হচ্ছে 60 kilo বা 60000 psi= pound per square inches তে এতো লোড নিতে সক্ষম এর বেশি লোড দিলে ভেঙ্গে যাবে। আর w অর্থ হলো weldable মানে এটি ওয়েল্ডিং করা যাবে। অনেক সময় রডের গায়ে tmt ber লেখা থাকে এর অর্থ হলো thermo mechanical treated. বাংলা অর্থ হলো= তাপ যান্ত্রিক চিকিৎসা বা কৌশল।
If you have any doubt , let me know.