এ.সি. সম্পর্কে
1) ওয়াল টাইপ AC
- আকারে ছোট
- বেডরুম বা লিভিং রুমে ব্যবহার করা হয়
সুবিধা সমুহ :
- আধুনিক
- বিভিন্ন ডিজাইনের পাওয়া যায়
- শব্দ কম হয়
- সহজে ইন্সটল করা যায়
অসুবিধা:
- খুব বেশি লোড নিতে পারে না। সারাদিন চলানো যায়না। কেননা এর কয়েল তুলনামুলক ছোট। কয়েল ছোট হওয়ার কারণে ময়লা বেশি জমে।
2) সিলিং বা ফ্লোর টাইপ Ceiling or Floor Type Ac
ছোট বা বড় দুই যায়গাতেই ব্যবহার করা যায়। যেমন বেডরুম, কনফারেন্স রুম, অফিস ইত্যাদি
সুবিধা সমুহ :
- ফ্লোর এবং সিলিং দুই জায়গাতেই সেট করা যায়
- যেকোন যায়গাতে লাগানো যায় এবং বাতাসের চলাচল ভাল হয়
অসুবিধা:
- বিভিন্ন ডিজাইন ও রঙের পাওয়া যায় না
3) প্যাকেজ টাইপ, দেখতে ক্যাবিনেটের মত Package or Cabinet Type AC
যেখানো মানুষের চলাচল বেশি সেখানে ব্যবহার করা হয়, যেমন দোকান, টয়লেট ইত্যাদি
সুবিধা সমুহ :
- সহজে লাগানো যায়
- এটা ফ্লোরে ইচ্ছামত বসানো যায় এবং সরানো যায়
অসুবিধা :
- খুব বেশি এরিয়াতে বাসাতের ফ্লো হয় না
4) বিল্ড-ইন টাইপ Built In Type AC
যেখানে এসি লুকিয়ে রাখা দরকার বা দৃষ্টি গোচর করা যাবেনা, সেখানে ব্যবহার করা হয়।
ষুবিধা :
- সিলিং এর মধ্যে লুকিয়ে রাখা যায়। ইন্টেরিয়রের জন্য সুবিধাজনক
অসুবিধা সমুহ :
- মেইনটেইন করা অসুবিধা
- ইন্সটল করা তুলনামুলক কঠিন
5)উইন্ডো টাইপ Window Type AC
দেয়ালের মধ্যৈ কেটে এইটা বসানো হয়
সুবিধা :
- কন্ডেন্সিং ইউনিট না থাকার কারণে জায়গা কম লাগে
- রেফ্রিজারেন্ট পাইপ না থাকার কারণে সহজে ইন্সটল করা যায়
- পাইপ না থাকার কারণে তাপ বের হয় না, এর কারণে ঠান্ডা হওয়ার জন্য খুব কার্যকরি
অসুবিধা :
- কম্প্রেসরের কারণে অনেক শব্দ হয়
- দেয়ালে ভাইব্রেশন হয়
6) মুভেবল টাইপ Portable Type Ac
যেকোন যায়গাতে বসানো যায়
সুবিধা :
- ছোট
- ইন্সটলেশনের প্রয়োজন নেই
- ইনডোর বা আউটডোর দুই জায়গাতেই বসানো যায়।
অসুবিধা :
- শুধুমাত্র ছোট যায়গাতে কার্যকরি
If you have any doubt , let me know.