পাম্প হেড সম্পর্কে বিস্তারিত আলোচনাঃ
পাম্প হেড বা পাম্প মাথা পাম্প
প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ মেট্রিক। এটি পাম্প এবং তার সাথে যুক্ত নলকূপের উচ্চতা পরিমাপ করে যা পাম্প প্রযুক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেট্রিকটি পাম্প ডিজাইন, পাম্প নির্মাণ, পাম্প সংযোজন, এবং পাম্প পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পাম্প হেড তিন প্রকার যথাঃ
১) সাকশন হেড।
২) ডেলিভারি হেড।
৩) টোটাল হেড।
১) সাকশন হেডঃ
পাম্প থেকে পানির উৎস পর্যন্ত দূরত্বকে সাকশন হেড বলে।
সাকশন হেড আবার দুই প্রকার।
যথাঃ ক) পজেটিভ সাকশন হেড।
খ) নেগেটিভ সাকশন হেড।
সাকশন হেড পজিটিভ হলে পাম্পের ডিসচার্জ বৃদ্ধি পায়। অপরদিকে সাকশন হেড নেগেটিভ হলে পাম্পের ডিসচার্জ হ্রাস পায়।
ক) পজেটিভ সাকশন হেডঃ
পানির উৎস যদি পাম্পের উপরে হয় এবং পাম্প যদি পানির উৎসের নিচে অবস্থিত হয় তাহলে এরূপ সাকশন হেডকে পজেটিভ সাকশন হেড বলে। যেমনঃ উপরের একটি ট্যাংক থেকে পাম্পের সাহায্য পানি স্থানান্তর করলে পানির উৎস পাম্প থেকে উপরে থাকে ফলে সাকশন হেড পজিটিভ হয় । এরূপ ক্ষেত্রে পাম্পের ডিসচার্জ বৃদ্ধি পায়।
খ) নেগেটিভ সাকশন হেডঃ
পানির উৎস যদি পাম্প থেকে নিচে অবস্থিত হয় এবং পাম্প পানির উৎসের উপরে থাকে তবে তাকে নেগেটিভ সাকশন হেড বলে। যেমনঃ পাম্পের সাহায্য ভূগর্ভস্থ পানির উৎস থেকে পানি উত্তোলন করতে পাম্প পানির উৎসের উপরে থাকে এরূপ সাকশনকে নেগেটিভ সাকশন হেড বলে। এক্ষেত্রে পাম্পের ডিসচার্জ হ্রাহ পায়।
২) ডেলিভারি হেডঃ
পাম্প দ্বারা যত উচ্চতা পর্যন্ত পানি সরবরাহ করা হয় তাকে ডেলিভারি হেড বলে।
৩) টোটাল হেডঃ
সাকশন হেড এবং ডেলিভারি হেড এর যোগফলকে টোটাল হেড বলে।
উপকৃত হলে শেয়ার করতে ভুলবেন না
If you have any doubt , let me know.