{ads}

কাঠামোরা উপর আরোপিত লোড সমূহ Loads imposed on structures

কাঠামোরা উপর সাধারণত নিম্নাক্ত লোডসমূহ আরোপিত হয়ঃ

ক। সচল ভার (Live Load)
খ। নিশ্চল ভার (Dead Load)
গ। পারিপার্শ্বিক ভার (Environmental Load)
ঘ। ভূ-কম্পন লোড (Earthquakes or seismic Load)
ঙ। বিবিধ লোড (Miscelleneous Load)
  •  Live Load বা সচল ভালঃ যে সমস্ত লোড কাঠামোর উপর সব সময় থাকে না, কেবলমাত্র সময় বিশেষ উপস্থিত করানো হয়,এরূপ ক্ষণস্থায়ী ওজনকে সচল বা লাইভ লোড বলে।বিল্ডিং এর ক্ষেত্রে ভোগ দখলকারী ব্যক্তি বা মালিকের ব্যবহার্য সামগ্রী এবং ব্রীজ কালভার্ট এর ক্ষেত্রে যানবাহন লাইভ লোড হিসেবে বিবেচিত হয়।লাইভ লোডের পরিমাণ বিভিন্ন সময়ে এবং পরিস্থিতিতে বিভিন্ন হয়।যেমন- মানুষ,প্রাণী,আসবাবপত্র ইত্যাদির ওজন বা ভার লাইভ লোড হিসেবে বিবেচিত হয়।
  •  Dead Load বা নিশ্চল ভারঃ সমস্ত লোড কাঠামোর জীবনকালে কখনো পরিবর্তন হয় না ব স্থান পরিবর্তন করে না এবং যার সঠিক পরিমাপ  সহজ তাকে ডেট লোড বলে।কাঠামোর নিজস্ব ওজন,ফ্লোর ফিনিস,সিলিং প্লাষ্টার,সাসপেন্ডেড সিলিং,পাইপিং এবং লাইটিং সামগ্রী ডেট লোড হিসেবে গণ্য করা হয়।ব্রীজের ক্ষেত্রে ওয়ারিং সারফেস,সাইড-ওয়ার্ক,কার্ব ডেট লোড হিসেবে বিবেচনা করা হয়।
  • Environmental Load বা পারিপার্শ্বিক ভারঃ পরিবেশ থেকে আগত বিভিন্ন লোড যা কাঠামোর উপর আরোপিত হয় তাকে এনভায়রনন্টাল লোড বলে।যেমন- বরফ,বাতাসের চাপ,মাটির চাপ,ভূ-কম্পন,বৃষ্টিপাত,তাপমাত্রার হ্রাস-বৃদ্ধি ইত্যাদি।
  • Earthquakes or seismic Load বা ভূ-কম্পন লোডঃ ভূমিকম্পজনিত কারণে কাঠামোর উপর আগত লোড এর আন্তর্ভুক্ত।
  • বিবিধ লোডঃ কাঠামোর উপর আগত রেইন লোড,ফ্লুইড, সয়েল লোড ইত্যাদি এর অন্তর্ভুক্ত।
আমেরিকান ন্যাশনাল স্টাণ্ডার্ড ইনষ্টিটিউট (ANST) অনুযায়ী সর্বনিম্ন লাইভ লোড:
Apartment আবাসিক:
ব্যক্তিগত-200 kg/m2
পাবলিক-500 kg/m2
করিডোর-300 kg/m2
বসতবাড়িঃ
১ম তলা-200 kg/m2
২য় তলা-150 kg/m2
হোটেল:
গেষ্ট রুম-200 kg/m2
স্কুলঃ
ক্লাশ রুম-200 kg/m2
করিডোর-500 kg/m2
সিঁড়ি-500 kg/m2
লাইব্রেরীঃ
রিডিং রুম-300 kg/m2
স্টক রুম-750 kg/m2
অফিস বিল্ডিংঃ
অফিস-400 kg/m2
লবি-500 kg/m2
হাসপাতালঃ
অপারেশন রুম-300 kg/m2
প্রাইভেট রুম-200 kg/m2
ওয়ার্ড-200 kg/m2
জিমনেশিয়াম,প্রধান কক্ষ ও ব্যালকনি-500 kg/m2
মিলনায়তনঃ
স্থায়ী আসন-300 kg/m2
সঞ্চালন আসন-500 kg/m2
ব্যালকনি-500 kg/m2
নাট্যশালাঃ
রেষ্টুরেন্ট এবং ডাইনিং রুম-500 kg/m2
গ্যারেজ-500 kg/m2
নাট্যমঞ্চ-750 kg/m2
কারখানা-625 kg/m2
দোকানঃ
দোতালা- 625 kg/m2
অন্যান্য তলা- 375 kg/m2
সভাকক্ষ- 500 kg/m2

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.